রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আগামীর ২৫ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ক্যাম্পাসে চলমান অস্থিরতার মধ্যে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাকসু নির্বাচন কমিশন।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর সম্পন্ন করা সম্ভব নয়। কারণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং নির্বাচনি দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। যার কারণে নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা—পোষ্য কোটা ইস্যুতে শনিবার বিকেল থেকে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ও উপ-উপাচার্য লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ পরিস্থিতির মধ্যে সোমবার ছাত্রদলসহ ৪টি প্যানেল রাকসু নির্বাচন পেছানোর দাবি তোলে। ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির বলেন, ‘প্রার্থীদের আনাগোনা যেটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। যদি নির্বাচন কমিশন বিষয়টি আবার বিবেচনা করেন, শিক্ষার্থী ও ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন। আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় তারা জানান, হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় না আনা পর্যন্ত কমপ্লিট শাটডাউনের পাশাপাশি পাঠদান কর্মসূচি বন্ধ থাকবে।

  • নির্বাচন
  • রাকসু
  • #