নোয়াখালীর মাইজদীতে ভাড়া বাসায় স্ত্রী সাদিয়া ইসরাত মিম (২১)-এর লাশ রেখে পালিয়ে গেছেন তার স্বামী। নিহত মিম চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী ছিলেন। মিমের স্বামী দীন মোহাম্মদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় বর্ষের ছাত্র। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালীর মাইজদীর ফকিরপুর এলাকার কাদের প্রফেসরের বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছয় মাস আগে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এক মাস আগে তারা ওই বাসাটি ভাড়া নেন।বাসাটি তারা এক মাস ধরে ভাড়া নিয়ে বসবাস করছিলেন। নিহত সাদিয়া ইসরাত মিম হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাব্বির হোসেন সোহেলের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
নিহতের ভাই মোনায়েম হোসেন শোভন বলেন, ‘আমরা খবর পেয়ে গিয়ে দেখি, আমার বোনের লাশ মেঝেতে পড়ে আছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সে (স্বামী) লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এটি একটি পরিকল্পিত হত্যা। কী কারণে হত্যা করেছে, তা এখনো আমরা জানি না।’
পলাতক স্বামী দীন মোহাম্মদ লক্ষ্মীপুর সদর উপজেলার নুর মোহাম্মদের ছেলে। বয়স ২২ বছর। স্থানীয়রা জানান, হত্যার পর দীন মোহাম্মদ দ্রুত বাসা থেকে পালিয়ে যান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই মুহূর্তে সঠিক কারণ বলা যাচ্ছে না, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’