সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।