বানারীপাড়ায় কৃষকদল নেতা হত্যায় মামলায় গ্রেপ্তার ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) হত্যা মামলার অন্যতম আসামি তুহিনকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলা শহর থেকে বরিশাল র‍্যাব-৮ ও বানারীপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার করফাকর গ্রামের দেলোয়ার হোসেন ঘরামী ও তার জামাতা তুহিনসহ ৯ জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মৃত আব্দুল লতিফের স্ত্রী পারভীনা বেগম বাদী হয়ে এ মামলাটি করেন।

বানারীপাড়া থানার ওসির দায়িত্ব পালন করা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদার জানান, হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল লতিফের। একপর্যায়ে দেলোয়ার ও তার জামাতা তুহিনসহ আসামিদের বেধরক মারধরে আহত হন লতিফ।

স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • কৃষকদল নেতা
  • গ্রেপ্তার
  • বানারীপাড়া
  • হত্যা
  • #