৫ বছর পর চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১৭ minutes ago

দীর্ঘ পাঁচ বছর পর আবার ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু হতে চলেছে অক্টোবরের শেষেই।বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইন্ডিয়া টুডে জানায়, এয়ারলাইন ইন্ডিগো ২৬ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।

ভারত ও চীনের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে আলোচনার পরই সরাসরি ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত হয়।

এর আগে ২০২০ সালে কোভিড মহামারির জেরে ফ্লাইট ব্যাহত হয়েছিল। তার ওপর সেই বছরই গ্রীষ্মে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায়।

তখন থেকেই ভারত-চীন উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর ফের তা চালুর এই সিদ্ধান্তকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর বিমান চলাচল পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়। বৈঠকে দুই নেতাই উভয় দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

বিভিন্ন সংঘাতের জেরে আশান্ত হয়ে ওঠা বিশ্বে উভয় দেশই নিজ নিজ সুবিধার জন্য একে অপরের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়েছে।

  • ফ্লাইট
  • ভারত-চীন
  • #