হবিগঞ্জে নদীতে মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে ইজাজুর রহমান চৌধুরী (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বছিরা নদীর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত ইজাজুর রহমান চৌধুরী আনন্দপুর গ্রামের শামীম চৌধুরীর ছেলে এবং স্থানীয় আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মাদ্রাসা থেকে পড়া শেষ করে খেলতে বের হয় ইজাজুর। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার এবং স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর তল্লাশির পর শনিবার সকালে নদীতে অনুসন্ধান চালানো হয়।

  • মাদ্রাসাছাত্র
  • লাশ
  • হবিগঞ্জ
  • #