কারাবন্দি যুবলীগ নেতার মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান । শনিবার (৪ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।

মিজানুর রহমান মিজান টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রায় চার মাস আগে বাসাইল থানা পুলিশ তাকে উপজেলার নাকাছিম এলাকা থেকে আটক করে। পরে টাঙ্গাইল সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজান। তাকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। তবে মৃত্যুর বিষয়টি এখনো জানানো হয়নি, কারণ মেডিকেলে যাওয়ার পর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের আওতায় ছিলেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের জজ আদালতে তার জামিন শুনানি হয়। সে সময় মিজানের গুরুতর অসুস্থতার বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় মেডিকেল কাগজপত্র জমা দিলেও আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আগামী ৭ অক্টোবর ছিল তার পরবর্তী জামিন শুনানির তারিখ।

  • কারাবন্দি
  • মৃত্যু
  • যুবলীগ নেতা
  • #