বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার। এসব পদে এখন থেকে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন হবে—এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে।

এর আগের দিন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত করতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে এনটিআরসিএর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ এনটিআরসিএর পরীক্ষার মাধ্যমে হয়ে থাকলেও, উচ্চ পদগুলোতে এতদিন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এসব নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অযোগ্যদের প্রাধান্যের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল।

সম্প্রতি সরকার এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ ব্যবস্থাও পরিবর্তন করেছে। এখন এসব নিয়োগ হবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে। এ কমিটিতে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য থাকতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের পদগুলোতে নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে হবে। এতে করে যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে বলে আশা করা হচ্ছে।

  • কার্যক্রম
  • নিয়োগ
  • পদ
  • প্রধান
  • বন্ধ
  • বেসরকারি
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • #