শাহবাগে রাত কাটাচ্ছেন শিক্ষক নিয়োগে সুপারিশ বঞ্চিতরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ জারিসহ দুই দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগবঞ্চিত প্রার্থীরা। দিনভর বিক্ষোভ-সমাবেশের পর রোববার (১২ অক্টোবর) দিনগত রাতেও তারা শাহবাগে অবস্থান করেন।

আন্দোলনকারীদের দাবি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যে বিপুলসংখ্যক শূন্যপদ রয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ সনদধারীদের তাতে নিয়োগ দেওয়া হোক।

রাতে শাহবাগে অবস্থান করানিয়োগবঞ্চিতরা জানান, তারা টানা অবস্থান কর্মসূচি করছেন। দাবি পূরণ না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন।

মুন্সিগঞ্জ থেকে আসা শাকিল আহমেদ জানান, প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে এনটিআরসিএর সনদ অর্জন করেছি। অথচ একটা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ পাচ্ছেন না। তাহলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন কোথায়?

এর আগে রোববার (১২ অক্টোবর) দিনভর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ, সমাবেশ করেন তারা। এতে এক হাজারেরও বেশি নিয়োগবঞ্চিত প্রার্থী অংশ নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

  • নিয়োগ
  • বঞ্চিতরা
  • শাহবাগ
  • শিক্ষক
  • সুপারিশ
  • #