বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৮ টাকা ও খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।
ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুসারে, মঙ্গলবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এত দিন ঘোষিত দাম ছিল ১৮৯ টাকা। আগামীকাল থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়। আজ পর্যন্ত দাম ছিল ১৬৯ টাকা।
সয়াবিনের পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ২৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। আজ পর্যন্ত দাম ছিল ৯২০ টাকা। প্রতি লিটার খোলা পাম তেলের দাম হয়েছে ১৬৩ টাকা। এটি আগে ছিল ১৫০ টাকা।