চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গতকাল মঙ্গলবার নিহত হন ছাত্রদল নেতা অপি দাশ (২৮)। ওই সময় আহত হন তার বন্ধু মুহাম্মদ তানিম (২৮)। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে নগরীর একটি হাসপাতালে তানিমও মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিকনদন্ডী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ। এদিকে এ ঘটনায় পর বিশেষ অভিযান চালিয়ে আফসার উদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চৌধুরীহাটের দাতারাম সড়কের একটি ফুলের দোকানের সামনে অপি দাশের সঙ্গে কয়েকজন দুর্বৃত্তের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে দুর্বৃত্তরা অপি দাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অপি দাশ এবং তার সাথে থাকা তানিম নামের এক যুবক গুরুতর আহত হয়।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে রেফার্ড করেন। পরে চমেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন। নিহত অপি দাশ ওই চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিন্টু দাশের ছেলে।
চিকনদন্ডী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ বলেন, গতকাল রাত নয়টার দিকে কিছু দুর্বৃত্ত আমার ইউনিয়নের ছাত্রদলের সভাপতি অপি দাশকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া গতকাল রাত ১১টার দিকে জানান, বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।