শ্রীলঙ্কা ভ্রমণের আগে অনুমতি নিতে হবে বাংলাদেশিদের

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও শ্রীলঙ্কা ভ্রমণে অনুমতি নিয়ে যেতে হবে। শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে পর্যটকদের জন্য আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতদিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকেরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন।

শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের eta.gov.lk/slvisa মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে।

  • অনুমতি
  • বাংলাদেশিদের
  • ভ্রমণ
  • শ্রীলঙ্কা
  • #