জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ : ৩০ জন আহত হয়ে ঢামেকে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাইযোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এসেছেন। আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন সিনথিয়া আক্তার মিমি (২২), শফিকুল ইসলাম (২৪), আশরাফুল (২০), আতিকুল গাজী (২০), সাইফুল ইসলাম (২৩), আরিফুল হক (৫৫), ওমর ফারুক (২৭), হাবিবুল্লাহ (৩০), শফিউল্লাহ (৩২), লাইলী (২৫), কামরুল (২৯), রাকিব (২৫), লিটন (৩২), তানভীর (২২), কামরুল (৩২), দুলাল (৩০), মিজান (২৮), ইউনুস (২৯), মুস্তাকিম বিল্লাহ (২৭), শাকের উদ্দিন (২৯), নুরুল হুদা (২৫), আলামিন (২২), সোলাইমান (২৮), আদনান (২২), সাইদুল (২৫), ইমরান (১৮), মিলন (২৫), হাবিবুর রহমান (২২), নাহিদ (৩৪) ও গাজী ওয়াহিদ (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘আজ সন্ধ্যার পর থেকে শেরে বাংলা নগর এলাকার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়ে জরুরি বিভাগে আসেন। আহতদের প্রত্যেকেরই হাতে, পায়ে, মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, দুপুর ১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাইযোদ্ধাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

  • আহত
  • জুলাই
  • ঢামেক
  • পুলিশ
  • যোদ্ধা
  • সংঘংর্ষ
  • #