প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে। মৃত্যুর পর এলাকাবাসী তার শরীরে লবণ ছিটিয়ে উল্লাস করে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে দুই যুবক স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের দুজনকে আটক করলেও একজন কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এক যুবককে (৩৫) রশি দিয়ে হাত-পাঁ বেঁধে পিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার এক পর্যায়ে ছিনতাইয়ের অভিযোগে মৃত যুবকের গায়ে লবণ দিয়ে উল্লাস করতে দেখা গেছে। পরে লাশ উদ্ধার করে শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় কয়েক বাসিন্দা বলেন, স্টেশন রোড এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই যুবক বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় এলাকাবাসী দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ওয়াহিদুজ্জামান বলেন, মৃত ওই যুবকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।