প্রতীকী ছবি
রাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
লালবাগ থানার এসআই মো. নওশাদ জানান, রাতের দিকে খবর পেয়ে লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
এসআই নওশাদ আরও বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করেও ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।