প্রতীকী ছবি                                            
                                        রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে মোহাম্মদ সজিব (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের অভিযোগ তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
বংশাল থানার সাব-ইন্সপেক্টর মো. দুলাল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ট্রিপল নাইনে খবর পেয়ে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৯৩/১ আগামাছি লেনের বাসার চতুর্থ তলার গেটের সামনে সিঁড়িতে গলায় জিআই তার পেঁচানো উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়। ভবনের চার তলায় শুধু একটি পরিবার থাকতো বলে জানা গেছে। এছাড়া, বাসার পুরোটাই গুদাম। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সজিবকে বিকালে ফোন করে ওই বাসার খাদিজা নামের একটি মেয়ে ডেকে নিয়ে যায় তাদের বাসায় এবং মেয়ের স্বজনরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে হত্যা করে।
পুলিশ জানতে পেরেছে ওই মেয়ের সঙ্গে সজিবের সম্পর্ক ছিল কয়েক বছর ধরে। যা তাদের উভয় পরিবারের কেউ পছন্দ করত না। ওই বাসার চতুর্থ তলায় মেয়ে বসবাস করত। তার বাবা বেঁচে নাই। সজিব একই এলাকার বংশাল ১৭ আগামাছি লেনের স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। দুই ভাই তিন বোনের মধ্যে সে ছিল চতুর্থ। সে এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। বর্তমানে কিছুই করত না।