দুদক সংস্কার কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশমালা বাদ দিয়ে খসড়া ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ’ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হওয়ায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। অন্তর্বর্তী সরকার গঠিত দুদক সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ড. ইফতেখারুজ্জামান।
সংস্থাটি বলেছে, খসড়া অধ্যাদেশটি বিদ্যমান আইনের কিছুটা উন্নত সংস্করণ। এতে দুদক সংস্কার কমিশনের কোনো কোনো সুপারিশের প্রতিফলন ঘটেছে। তবে বেশ কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দেওয়া বা অবমূল্যায়ন করা হয়েছে; যা হতাশাজনক।