বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ব্যাংককে যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সমকালকে জানায়, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। তবে কী কারণে নিষেধাজ্ঞা এ ব্যাপারে ওই সূত্রটি স্পষ্ট কিছু বলতে রাজি হননি।

গতকাল রাতে এ ব্যাপারে জানতে চাইলে এহসানুল হক মিলন বলেন, কেন আমাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে, এর কারণ জানি না। আমার মতো একজন নাগরিককে নিয়ে কেন ভয়– এটা জানা দরকার। শুক্রবার সংবাদ সম্মেলন করব আমি।

  • ফেরত
  • বিমানবন্দর
  • মিলন
  • সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী
  • #