ছবি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অন্তর্বর্তী সরকারের প্রতি তৈরি হওয়া জনআস্থা ভঙ্গ করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সরকারকেই সমাধান করতে হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে গণসংহতি আন্দোলনের ৫ম সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের যে আস্থা সৃষ্টি হয়েছিল, তা ভঙ্গ করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সরকারকেই সমাধান করতে হবে।
এ বিষয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘সকল সংকট তৈরি হয়েছে সরকারের মাধ্যমেই। আর তা সরকারকেই সমাধান করতে হবে।’ গণসংহতি আন্দোলনের ৫ম সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এতে ওঠে আসে নির্বাচন প্রসঙ্গ।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন।