মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের পাশে পড়েছিল অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ। তার আনুমানিক বয়স ৩০ বছর। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি।
থানা পুলিশ, স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত নারী সপ্তাহ খানেক ধরে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের গাড়াদিয়া ও ঋষিপাড়া বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম স্থানীয় সাংবাদিকদের বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তার বয়স ৩০ বছর হবে। নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে মৃত্যু হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব না। মৃত্যুর রহস্য উদঘাটন ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।