গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের ওপর তিনটি দলের প্রভাব আমরা দেখি। এর মধ্যে জামায়াতে ইসলামীর আওয়াজ বেশি এবং তাদের কর্তৃত্বও বেশি দেখা যাচ্ছে। শুক্রবার রাজধানীর বিএমএ ভবনে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনের সমাপনী সেশনে সুফি-সাধক, মাজার ও দরবারে হামলা, নারীর চলাফেরায় আক্রমণ ও ভিন্নমতের মানুষদের ওপর হামলাকারী ‘মব সন্ত্রাসীদের’ সরকার কোনো কোনো জায়গায় বৈধতা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগও করেন তিনি।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সংজ্ঞা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ সম্পদের হিসেবে প্রান্তিক, কেউ জাতি হিসেবে, এমনকি নিজ ধর্মের মধ্যেও অনেকে প্রান্তিক। প্রান্তিক জনগোষ্ঠীর সংকট আরও গভীর হয়েছে গত এক বছরে।
সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোবারক হোসেন মুরাদ বলেন, ৫ আগস্টের পরদিন ৬ আগস্ট থেকে মাজার ভাঙা, ৭ তারিখ থেকে দরবার লুট শুরু হল। কোনো সুফি হাজার কোটি টাকা লুটপাট করেনি, বেগমপাড়াতে তো বাড়ি করেনি। যারা হাজার হাজার কোটি টাকা লুটেছে, তাদের ধরো। যারা মানবতার কথা বলে, তাদের ওপর আক্রমণ কেন?
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নেতা শ্রীকান্ত মাহাতো যার যার এলাকায় সংগঠিত হয়ে আদিবাসীদের জমি, ভিটা দখলদারদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাসান শাহ দীপু নুরী সুরেশ্বরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনের শেষ অধিবেশনে হাজং জনগোষ্ঠীর প্রতিনিধি প্রণব হাজং, নাটোর জেলার বড়াইগ্রামের মহাদেব মাহাতো, উত্তরবঙ্গের মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধি নীতি মুন্ডা, ওঁরাও সম্প্রদায়ের দিপংকর ওঁরাও বক্তব্য দেন।
শুক্রবার সকালে জাতীয় সংগীত ও গণসংগীতের মধ্য দিয়ে কনভেনশন শুরু হয়। দিনব্যাপী এ কনভেনশনে চারটি অধিবেশন ছিল। দেশের ৫৫টি জাতিগোষ্ঠীর প্রতিনিধি এ কনভেনশনে অংশ নেয়।