বিশ্ব ইজতেমা কবে জানাল জোবায়েরপন্থিরা, সাদ অনুসারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে

২০২৬ সালে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলীগ জামাতের শুরায়ে নেজামের অনুসারীরা। জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে ইজতেমা আয়োজন করবে মাওলানা জোবায়েরের অনুসারীরা। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বিরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের এবছর টঙ্গীতে ইজতেমা আয়োজনের অধিকার নেই। এরপরও তারা চেষ্টা করলে সরকারকেই কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানান তারা।

এছাড়া, গত বছর ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানকে কেপিআই ঘোষণার দাবি জানিয়েছে শুরায়ে নেজামের অনুসারীরা।

রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার পরে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • জোবায়েরপন্থি
  • বিশ্ব ইজতেমা
  • #