প্রতীকী ছবি
গাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহানগরীর গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতের মারুফ (২২) কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪)। তিনি একই এলাকার মো. আতাউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল সিগারেট কম্পানিতে চাকরি করেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি কুনিয়া তারগাছ বেলাল নগর সড়কের আক্তার হোসেনের বাড়ির সামনের একটি দোকানে সিগারেটের বকেয়া বিল তুলতে যান। এ সময় ওই দোকানের সামনে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে রবি নামে একজন চাকু নিয়ে দোকানের সামনে পায়চারি করছিল। প্রতিবাদ করলে জামিলের ওপর চড়াও হয় রবি। তাকে রক্ষায় বন্ধু মারুফ এগিয়ে গেলে সন্ত্রাসীরা মারুফের ওপরও হামলা চালায়। এ সময় জামিল আহত অবস্থায় দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও মারুফ সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারুফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত জামিল স্থানীয় বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত জামিল পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত রবি, রনি, সাগর, সাব্বিরসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে। তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত।
গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।