সৌদিতে পুলিশ হেফাজতে বাংলাদেশি যুবকের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণের পর মারা গেছেন গোলাম মাওলা (৩৫) নামের এক প্রবাসী। পরিবারের অভিযোগ, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। ভুক্তভোগী শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের তহুর উদ্দিনের ছেলে। প্রায় ৬ বছর আগে সৌদি আরবের রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে চুক্তিভিত্তিক কাজ শুরু করেন তিনি। দেশে তার স্ত্রী ও ৭ বছরের একটি ছেলে আছে।

গোলাম মাওলার ছোট ভাই আনিসুর রহমান জানান, কিছুদিন আগে তার ভাইয়ের পাসপোর্টের আকামার মেয়াদ শেষ হয়। এরপর তিনি ওমরাহ হজ করতে যান। গত ২ নভেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।

এ সময় তিনি জানান, সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করে তিনি বিমান ভাড়ার টাকা, পাসপোর্ট, মোবাইল ফোনসহ যাবতীয় জিনিসপত্র বুঝিয়ে দিয়েছেন। খুব দ্রুত বাড়ি ফিরবেন। এরপর সোমবার রাতে তাদের কাছে একটি ফোন আসে, অপর প্রান্ত থেকে বলে, ‘তোর ভাইকে নিয়ে যা, সে মারা গেছে।’

পরিবার থেকে সৌদি প্রবাসী অন্য ভাই আওলিয়াকে ফোন করলে তিনি জানান, পুলিশের কাছে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। সৌদি পুলিশ তাকে জানিয়েছে, ডায়াবেটিস কমে গিয়ে মাওলা মারা গেছেন।

 

  • পুলিশ হেফাজত
  • বাংলাদেশি
  • মৃত্যু
  • সৌদি
  • #