রাষ্ট্রপতিকেও যৌন হেনস্তা!

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে রাস্তায় যৌন হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মেক্সিকো সিটিতে গত মঙ্গলবার রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন শেইনবাউম। সে সময়ে এক ব্যক্তি এসে প্রেসিডেন্ট শেইনবাউমকে পেছন থেকে জড়িয়ে ধরার এবং গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে মেক্সিকোতে নারীদের নিরাপত্তা নিয়ে। দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তিই যদি এভাবে যৌন হেনস্তার শিকার হন, তাহলে সাধারণ নারীদের কী পরিমাণ যৌন হেনস্তার শিকার হতে হয়– স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শেইনবাউম যখন রাস্তায় কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তখন এক ব্যক্তি এসে শেইনবাউমকে পেছন থেকে জড়িয়ে ধরার ও তাঁর গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন। শেইনবাউম ওই ব্যক্তির হাত সরিয়ে দেন এবং ব্যক্তিটির দিকে ঘুরে দাঁড়ান। সে সময়ে এক সরকারী কর্মকর্তা এসে ওই ব্যক্তি ও শেইনবাউমের মাঝে দাঁড়িয়ে যান। ওই ব্যক্তি মদ্যপান করে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে যখন সরিয়ে নেওয়া হচ্ছে, শেইনবাউম মুখে হাসি ধরে রেখে শুধু বলেছেন, ‘দুশ্চিন্তার কিছু নেই।

মেক্সিকো সিটির পুলিশ পরে নিশ্চিত করেছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

  • যৌন. হেনস্তা
  • রাষ্ট্রপতি
  • #