ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না : প্রেসসচিব

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি : শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়  এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে। নির্বাচনের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সলিড ফাউন্ডেশন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে- এ বিষয়ে কোনো সংশয় বা আশংকা নেই। সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করেছে, মিছিল ও মিটিংয়ে প্রচারণায় নেমেছে।

অবৈধ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রোধে আইন শৃঙ্খলা বাহিনী এখন অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ করছে বলেও জানান তিনি।

  • নির্বাচন
  • প্রেসসচিব
  • ফেব্রুয়ারি
  • #