মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

মেহেরপুর সদরে বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হল রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), একই গ্রামের ইসার শেখের মেয়ে মীম (১৪) এবং একই গ্রামের প্রবাসী সাহারুল ইসলাম সারুর মেয়ে আলেয়া খাতুন (১০)।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সহায়তায় তারা লাশগুলো উদ্ধার করে।

এর মধ্যে ফাতেমা মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি, তার বোন আফিয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি, মীম আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি এবং আলেয়া আমঝুপি আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা সাফিনাজ আরা বলেন, ওদের সবাইকেই চিনি। ওরা চাচাত বোন। বিকালে তারা বিলে ফুল সংগ্রহ করতে নামে। পরে শুনেছি পানিতে ডুবে তারা চারজন মারা গেছে। প্রায়ই তারা বিলে শাপলা তুলতে যেত।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী শাহজাহান আলী বলেন, বিলে খুব পানি নেই। তবে বিলের মাঝখানে একটি বড় গর্ত আছে। চার শিশু সেখানেই ডুবে মারা গেছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, চার শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মসুরভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

 

  • বিল
  • মৃত্যু
  • মেহেরপুর
  • স্কুলশিক্ষার্থী
  • #