নিখোঁজের দুই দিন পর নাইম রহমান নামে বাংলাদেশ ব্যাংকের এক উপ-পরিচালকে (ডিডি) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। নাইম নিখোঁজ হওয়ার পর ডিএমপির মিরপুর মডেল থানায় একটি জিডি হয়েছিল।
জিডি তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, “নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সন্ধান পাওয়া গেছে। তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি আমি জানিয়েছি। আমি এখন মাদারীপুর যাচ্ছি সেখানে গিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসব।”
এর আগে গত রোববার সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন নাইম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন।
এ ঘটনায় নাইমের বাবা সাজ্জাদ রহমান জলি ডিএমপির মিরপুর মডেল থানায় জিডি করেন।