হাটহাজারীতে দুই দিনে তিন মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গত দুই দিনে একজন নারীসহ তিনজন অজ্ঞাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সোমবার দুটি এবং মঙ্গলবার একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকালে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরের পশ্চিমে একটি ব্রিজের নিচের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৬০ বছর হবে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া বলেন, ‘সোমবার সকালে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এর আগে সোমবার সকালে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছরের এক অজ্ঞাত ব্যক্তি এবং একইদিন উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

  • উদ্ধার
  • মরদেহ
  • হাটহাজারী
  • #