ছবি : ইন্টারনেট
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আদালতের সামনের এই ঘটনাকে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে অভিহিত করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘এক সতর্কবার্তা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী শুধু আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা বা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।