আকিজ পেপার মিলের সামনে পার্কিং করা ট্রাকে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজসংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ পেপার মিলের মালামালবাহী একটি ট্রাক কারখানার সামনে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

  • আকিজ পেপার মিল
  • আগুন
  • ট্রাক
  • #