হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সেনাসদরে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ নির্ধারণের কথা রয়েছে। ওই দিনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।
দিনটিকে ঘিরে ইতোমধ্যেই রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নাশকতাকারীদের বিষয়ে নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ।
গত রোববার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। একের পর এক ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচির সঙ্গে এসব ঘটনার যোগসূত্র রয়েছে।
নাশকতা প্রতিরোধে বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির চেকপোস্টে তল্লাশি জোরদার দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতেও বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে। মোটরসাইকেল চলাচলেও থাকবে বাড়তি নজরদারি।