ময়মনসিংহে মামলা করায় নারীকে হেনস্থা, আসক নিন্দা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ময়মনসিংহ নগরে এক নারী যাত্রাশিল্পীকে মারধর, চুল কেটে ও মুখে কালি মাখিয়ে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করেছেন। নারী শিল্পীকে ‘হেনস্তার ঘটনায়’ নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা— আইন ও সালিশ কেন্দ্র (আসক)।  বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জড়তিদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে সংস্থাটি।

পুলিশ ঘটনার একদিন পর বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শাহ আলম (৪০) চরকালীবাড়ি এলাকার মো. রাশেদের ছেলে। তিনি মামলার ৩ নম্বর আসামি। রাত ৮টার দিকে জুবিলী ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী যাত্রা নৃত্যশিল্পীর নাম মোছা রুপা। তিনি বড় কালীবাড়ি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী। যদিও তারা পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কোতোয়ালি মডেল থানার এসআই মাসুদ জামেলী জানান, দুই পরিবারের মধ্যে পূর্বের মামলা নিয়ে সংঘাত চলছিল। রুপার অষ্টম শ্রেণির ছেলে অপহরণের মামলার তদন্ত শেষে পুলিশ বুধবার ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ বুধবার রুপাকে রাস্তায় ধরে নিয়ে বেঁধে মারধর করে, চুল কেটে ও মুখে কালি মেখে হেনস্থা করে। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে রুপার স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, মামলা তদন্ত করে পুলিশ ফিরে আসার পর ওই নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

  • নারী
  • ময়মনসিংহ
  • মামলা
  • মারধর
  • হেনস্থা
  • #