মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালককে পিটিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা লাগায় দেলোয়ার মিয়া প্রকাশ দিলু (৪২) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বিল্লাল মিয়া পালিয়ে গেছে। পুলিশ দেলোয়ার মিয়ার লাশ উদ্ধার করেছে।

তিনি চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। তবে সন্ধ্যা নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যায়, দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা নিয়ে আউলিয়া বাজার যায়। ফেরার পথে অটোরিকশা ঘুরানোর সময় শান্তামোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল মিয়ার কনফেকশনারির সামনে রাখা নিজের মোটরসাইকেলে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক দেলোয়ারের ওপর হামলা চালানো হয়। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অটোচালক
  • পিটিয়ে
  • হত্যা
  • #