কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধ

:
প্রকাশ: ৪৭ minutes ago

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা—এমন দাবি করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজারসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন।

কাশিয়ানী ওসি কামাল হোসেন জানান, এতে সড়কের দুইপাশে যানবাহন আটকেপড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গাছ পড়ে ঢাকাগামী ‘হামিম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে। পরে ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • অবরোধ
  • কাশিয়ানী
  • গাছ
  • সড়ক
  • #