প্রতীকী ছবি
বরিশালের গৌরনদীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-উপজেলার চররমজানপুর গ্রামের সুধাংশু মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল (৬০) এবং বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী ও মুলাদী উপজেলার কাচিরচর গ্রামের আনোয়ার আকনের মেয়ে ইভা বেগম (২১)।
রোববার (১৬ নভেম্বর) সকালে নলচিড়া ইউনিয়নের চররমজানপুর গ্রাম থেকে সবিতা ও শনিবার (১৫ নভেম্বর) রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইভার মরদেহ উদ্ধার করা হয়।
সবিতা মন্ডলের স্বজনরা অভিযোগ করেন, শনিবার দিনগত রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে বাসায় একা ঘুমিয়ে ছিলেন সবিতা। রোববার সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। পরবর্তীতে বিছানায় সবিতা মন্ডলের লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
তাদের ধারণা, পূর্ব থেকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের মধ্যে লুকিয়ে ছিল। রাতে সুযোগ বুঝে ঘরের মালামাল লুট করার সময় সবিতা বাধা দেওয়ায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
অপরদিকে, নিহত ইভা বেগমের পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
জানা যায়, পাঁচ মাস আগে গৌরনদী উপজেলার বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের সঙ্গে মুলাদী উপজেলার কাজিরচর গ্রামের ইভা বেগমের বিয়ে হয়। চার মাসের অন্তঃসত্ত্বা ইভা বেগম (২১) শনিবার রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে। খবর পেয়ে শনিবার রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ইভার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানায়, সবিতা মন্ডল ও ইভা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইভার স্বজনদের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সবিতার স্বজনদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।