ফেনীতে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার রায় ঘোষণার পর সোমবার রাতে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির গেইট, দেয়ালের ওপরে এবং বাউন্ডারির লাগানো গাছে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগেই থেকে ধ্বংস হওয়া বাড়িটিতে কোনো কিছুই অবশিষ্ট নেই।
এর আগে ৪ আগষ্টের হামলা এ বাড়ির সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। হাজারী নিকটতম আত্মীয়রা মেইন গেইটে তালা লাগিয়ে রেখেছে।
এখন শুধু পোড়া বাড়িটি দাঁড়িয়ে আছে। তবে ভেতরে কেউ ঢুকতে না পারলেও মেইন গেইটের সামনে কাঠ বাঁশ জড়ো করে তারা আগুন দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন, আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে আগুন দেয়। আমরা শেখ হাসিনার রায়ের মতো নিজাম হাজারীরসহ ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত রায় দেখতে চাই।
আগুন লাগার খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফেনী ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে তেমন কোনো ক্ষয়-ক্ষতি না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, নিজাম হাজারীর বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে পৌঁছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। গেইটে সামান্য আগুন ছিল, তা ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়েছে। এ এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।