বান্দরবানে এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাধা প্রদানের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫)সহ ১১ জনের নামে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়াও এই মামলায় আরো তিনশ থেকে চারশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে লামা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। পরিবেশ আইনের দন্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ১৮৬, ৫০৬ দ্বারায় মামলা দায়ের করা হয়।

মামলায় বাকি আসামিরা হলেন মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো. মহিউদ্দিন (৪০), এবি ওয়াহিদ (৫০), শওকত ওসমান (৪০), মুজিবুল হক চৌধুরী (৫০), খাইয়ের উদ্দিন মাস্টার (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান, পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাধা প্রদানকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা নন। তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক ও বাহিনী। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

  • এনসিপি নেতা
  • বান্দরবান
  • মামলা
  • #