ঝিনাইদহে ছেলের হাতুড়িপেটায় মায়ের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদরে ছেলের হাতুড়িপেটায় বিলকিস বেগম (৪০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন লাদেনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিলকিস সদর উপজেলার চুটলিয়া গ্রামের রাজমিন্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ১০ নভেম্বর সোমবার দুপুরে লাদেন তার মা বিলকিস বেগমের কাছে ১০ হাজার টাকা চায়। মা ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। সে সময় লাদেন তার মাকে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ওড়না দিয়ে মায়ের গলা পেঁচিয়ে বাথরুমে আটকে রাখে।

প্রতিবেশীরা এসে বিলকিস বেগমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন  বলেন, ঘাতক লাদেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ছেলে
  • ঝিনাইদহ
  • মা
  • মৃত্যু
  • হাতুড়িপেটা
  • #