প্রতীকী ছবি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটুসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার শাহবাগ থানা সূত্র ও ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ডা. আরিফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ একটি দলের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য অর্থ দিয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি বিএমইউতে গেলে চিকিৎসকেরা তাঁকে ঘিরে ধরেন। পরে থানা-পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বিএমইউতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় গাড়ি পোড়ানোর মামলায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিএমপি।
ডিএমপি জানায়, রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতির দায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।