ভোট-বিমুখতা কাটাতে রাজনৈতিক নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান সিইসির

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

ভোট-বিমুখতা কাটাতে রাজনৈতিক নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের ভোটারদের উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করে সিইসি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুসম্পন্ন করতে সব দলকে সহযোগিতা করতে হবে এবং আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও দেশের মানুষের জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল এই বিধি মেনে চলার প্রতিশ্রুতি বজায় রাখবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, আর এর প্রধান শর্ত হলো আচরণবিধি অনুসরণ।

সিইসি বলেন, নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি হয় না।

সিইসি আরও উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীতেও এর প্রমাণ রয়েছে। রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব- এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

  • আহ্বান
  • ভোট
  • রাজনৈতিক নেতা
  • সিইসি
  • #