চার মাসে এডিপি বাস্তবায়ন ৮ শতাংশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে গতি ফেরেনি এখনও; বরাদ্দের দুই শতাংশের মতো অর্থ খরচ হয়েছে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে। গত জুলাই থেকে অক্টোবরে এডিপির অর্থ ব্যয় হয় বরাদ্দের ৮ দশমিক ৩৩ শতাংশ, যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ।

এর আগের তিন অর্থবছরে প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ (২০২৩-২৪), ১২ দশমিক ৬৪ (২০২২-২৩) ও ১৩ দশমিক ০৬ শতাংশ (২০২১-২২)।

বৃহস্পতিবার এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ—আইএমইডি।

একক মাস হিসেবে গত অক্টোবরে বরাদ্দের ৩ দশমিক ২৩ শতাংশ ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৫ শতাংশ।

জুলাই-অক্টোবরে মোট ১৯ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হয়, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১ হাজার ৯৭৮ কোটি ১৭ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছর শেষে সংশোধিত এডিপির মোট বরাদ্দের ৬৭ দশমিক ৮৫ শতাংশ অর্থ ব্যয় হয়। এ হার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩ শতাংশ পয়েন্ট কম।

আগের ২০২৩-২৪ অর্থবছরে এডিপির অর্থ ব্যয়ের হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ।

আইএমইডির ওয়েবসাইটে ২০০৪-০৫ অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নের তথ্য দেওয়া আছে। বিদায়ী অর্থবছরের মতো এত কম বাস্তবায়ন হার আর কোনো বছরে দেখা যায়নি।

  • এডিপি
  • বাস্তবায়ন
  • #