প্রতীকী ছবি
রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মুনতাসিম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে পড়তেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝখানের ফাঁকা স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মুনতাসিমের সহপাঠীরা জানান, ক্লাস চলা অবস্থায় বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তিনি ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছু সময় পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজে মুনতাসিমকে ছাদে উঠতে দেখা গেছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তাঁর ছাদে ওঠার আগে ও পরে দীর্ঘ সময় আর কাউকে ছাদে উঠতে দেখা যায়নি।
বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তাঁর দুই পা ভেঙে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মুনতাসিমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ।
তিনি খিলগাঁও এলাকায় একটি মেসে থাকতেন বলে জানা গেছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।