সন্দেহ-অবিশ্বাসে দেশে পরিবর্তন সম্ভব নয় : সৈয়দা রিজওয়ানা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
ফাইল ছবি : সৈয়দা রিজওয়ানা হাসান

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজওয়ানা বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না, নাগরিকরা নিজেরা পরিবর্তনের উদ্যোগ না নিলে পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি ঠিক থাকলে এমন আন্দোলন হতো না। পুরোনোকে নিয়ম ধরে নিলে চলবে না। সন্দেহ এবং অবিশ্বাসকে ভিত্তি করে কোনো পরিবর্তন আনা যায় না।

  • অবিশ্বাস
  • পরিবর্তন
  • সন্দেহ
  • সৈয়দা রিজওয়ানা
  • #