বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী ‘নোশিন পরিবহন’ নামে একটি বাস বিপরীতদিক থেকে আসা ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা আট জনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

দিনাজপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার আব্দুস সালাম জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী ‘নোশিন পরিবহণ’ নামে একটি যাত্রীবাহী বাস বিপরীতদিক থেকে আসা ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা আট জনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

দিনাজপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. রেজাউল ইসলাম জানান, ইজিবাইকে থাকা আটজন দিনাজপুর থেকে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের রাস মেলায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

  • নিহত
  • বাস-ইজিবাইক
  • সংঘংর্ষ
  • #