প্রতীকী ছবি
বগুড়ার শেরপুরে নুরুল ইসলাম তালুকদার (৫৫) নামে এক কৃষককে চোখ উপড়ে ও কান কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই কৃষক। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।
নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত ইয়াসিন আলী তালুকদার ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে পাশের উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের ধানক্ষেতে ডান চোখ উপড়ানো ও বাম কান কাটা লাশ দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনরা।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নুরুল ইসলাম জানান, ধান কাটতে যাওয়া কৃষকরা বেলা ১১টার দিকে লাশটি দেখতে পান। নিহতের গ্রাম নিশ্চিন্তপুর লাঙ্গলমোড়ার পূর্বদিকে অবস্থিত। লাশের ডান চোখ উপড়ে নেওয়া হয়েছে এবং ডান কান কাটা ছিল।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘নরুল ইসলামের ডান চোখে চাকু কিংবা রড ঢুকিয়ে ও বাম কান কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর কান ও চোখ নিয়ে গেছে তারা। শনিবার দুপুরে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে
তদন্ত চলছে। একইসঙ্গে মামলার প্রস্তুতি চলছে।’