অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

মেহেরপুরের গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রোববার দিবাগত মধ্য রাতে গাংনী আখসেন্টার পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। মনিরুজ্জামান গাংনী পৌরসভার আখসেন্টার পাড়ার মহির উদ্দীনের ছেলে।

গাংনী সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখসেন্টার পাড়ায় মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রসহ মনিরুজ্জামান মনিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষ হলে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

  • অস্ত্রসহ
  • গ্রেপ্তার
  • যুবদল নেতা
  • #