সার কারখানাগুলোতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে ২৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সার কারখানায় গ্যাসের সমন্বিত মূল্য হবে প্রতি ঘনমিটার ২৯ টাকা ২৫ পয়সা। এতদিন এই দাম ছিল ১৬ টাকা। ফলে দাম বেড়েছে ৮২.৮১ শতাংশ।
বিইআরসি জানায়, বিইআরসি আইন ২০০৩–এর ২২ (খ) ও ৩৪ ধারার আওতায় গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর করা আপিল পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস, বাখরাবাদ, জালালাবাদ ও কর্ণফুলী বিতরণ সংস্থার সব সার কারখানা গ্রাহক পর্যায়ে নতুন এই দর কার্যকর হবে।