প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আফরোজ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আরও ১০ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের কালু মিয়া গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের ধনু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে জমিজমাসহ আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকাল ৫টার দিকে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে ধনু মিয়া পক্ষের আফরোজ আলী ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে ফারুক মিয়া ও তার স্ত্রী নাসিমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, জমিজমা ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কালু মিয়া গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের ধনু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।