নারায়ণগঞ্জে পিটি’য়ে যুবককে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে গণপিটুনিতে হয়ে মো. পারভেজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারামিয়ার ছেলে। তিনি বর্তমানে বুলবুল নামের এক ব্যক্তির বাসায় ভাড়াটিয়া হিসেবে বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) গভীর রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত মেসবাহউদ্দিন তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে পারভেজকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে সকাল আনুমানিক ৭টার দিকে পারভেজের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে মেসবাহউদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • নারায়ণগঞ্জ
  • যুবক
  • হত্যা
  • #